ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট, গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স না থাকা ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন ও মো. নাজমুল হোসেনের সহযোগিতায় হাটহাজারী ট্রাফিক পুলিশ জোন চবিতে একটি বিশেষ অভিযান পরিচালিত করে। এ অভিযানে মোট ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ৮টি মোটরসাইকেল আটক করা হয় এবং ২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক মোটরসাইকেলগুলোর উপর ৮৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, "ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত এমন অভিযান চালাব। অবৈধভাবে প্রবেশকারী কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না।"
প্রসঙ্গত, ক্যাম্পাসে অনুমোদনহীন যান চলাচল দীর্ঘদিন ধরে ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছিল। প্রশাসনের এই পদক্ষেপকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন।
মেসেঞ্জার/সাকিব/এসকে/ ইএইচএম