প্রতীকি ছবি
বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫-এ ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্স ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিশ্বে ৩০১-৩৫০তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
২১নভেম্বর রাতে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্সে চবি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, পরিবেশ এবং জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণায়। আন্তর্জাতিক প্রকাশনা এবং শিল্প ও বেসরকারি সংস্থার সঙ্গে কার্যক্রমে অংশগ্রহণও চবির অবস্থানকে শক্তিশালী করেছে। বিশ্বের ৭৫০ টি বিশ্ববিদ্যালয় এবার এই র্যাঙ্কিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০১-২৫০তম), তৃতীয় স্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩০১-৪০০তম)। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৫০০তম), এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৫০১-৬০০তম) অবস্থানে রয়েছে।
র্যাঙ্কিং তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মান, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণার প্রচার, চলমান প্রকল্প এবং বিনিয়োগ বিবেচনা করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি মেসেঞ্জারকে বলেন, "বর্তমান প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে শিক্ষকদের প্রোফাইল আপডেট এবং গবেষণাগুলোকে জার্নালে প্রকাশ করার উদ্যোগ নেয়। যার ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে দেশের দ্বিতীয় স্থান অধিকার করে।"
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ভবিষ্যতে আমরা শিক্ষকদের যার যা গবেষণা আছে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করতে উদ্যোগ গ্রহণ করব, এতে একদিকে যেমন শিক্ষকদের প্রমোশন হতে সাহায্য করবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি পাবে বলে আশা করি "
এছাড়াও, চবি ইতিমধ্যে টাইমস ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে বিশ্বে ১০০১-১৫০০তম এবং দেশে পঞ্চম স্থান, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এশিয়ায় ৬৪১তম অবস্থান অর্জন করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতিতে এক অনন্য মাইলফলক।
মেসেঞ্জার/সাকিব/এসকে/ইএইচএম