ছবি : মেসেঞ্জার
শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, ভাষা ও সাহিত্য ইত্যাদির উপর ভিত্তি করে র্যাংকিং করা হয় বিখ্যাত টাইমস হায়ার এডুকেশনে। উক্ত র্যাংকিংয়ে কোনো স্থান দখল করতে পারে নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিশ্বের ৯২ টি দেশের ৭৪৯ টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের এই র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এবারের বৈশ্বিক রাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।
বিশ্ববিদ্যালয় সমুহ থেকে প্রকাশিত গবেষণা পত্রের সংখ্যা, গুনগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন গবেষণা কিভাবে গণমাধ্যমে স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ করেছে এবং কত শতাংশ শিক্ষকের এক বছরে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এসবের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রস্তুত করা হয়।
তালিকায় বাংলাদেশ থেকে ৪২.৬ পয়েন্ট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম, ৩৭.১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং ৩৪.৮ পয়েন্ট নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় অবস্থান দখল করেছে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম উক্ত তালিকায় থাকা সত্ত্বেও তার আর এক বছর পূর্বে স্থাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম এ তালিকায় স্থান না পাওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহল। একটি বিভাগীয় জেলা শহরের প্রধান ও অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে শঙ্কায় ভুগছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাকিংয়ে এ ভালো করতে হলে সাইন্সের সাব্জেক্ট গুলোর অনেক বড় একটা ভুমিকা থাকে কিন্তু আমাদের তো সাইন্সের পিউর সাব্জেক্টই নাই। এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আমাদেরকে মুলা দেখাবে বলে প্রতিবার কলা দেখিয়ে চলে যান। এইবার আমরা আর কলা দেখতে চাই না আমরা মুলা দেখতে চাই।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আদনান সানি বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থার জন্য এর অবকাঠামোগত অবস্থান ও পারিপার্শ্বিকতাকেই দায়ী করেন। তিনি বলেন, "আমাদেরকে এখানে পরনিন্দা পরচর্চা করা হয় বেশি তাই এমটাই হবে স্বাভাবিক।"
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার তীব্র হতাশা ব্যক্ত করতে গিয়ে বলেন যে "এ আর নতুন কি, নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম ই বা জানে কয়জন"
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের অনেকগুলো কাজ চলমান আছে। ভালো র্যাংকিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণাপত্র এবং পেপারগুলো ভালো পাবলিকেশনে উপস্থাপনেরও দরকার হয়। আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বাজেটে এই খাতে ইউজিসি থেকে বরাদ্দ আনার জন্য।
মেসেঞ্জার/বাপ্পি/তারেক