ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে এমপাওয়ার ফাইন্যান্সিং ও ইউএস কমার্শিয়াল এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল রাজধানীর গুলশানে অবস্থিত ইএমকে সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আর্থিক চ্যালেঞ্জ অতিক্রম করতে এমপাওয়ার ফাইনান্সিং শিক্ষার্থীদেরকে কিভাবে অর্থায়নের জটিলতা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে সে বিষয়ে শিক্ষার্থীরা ইউএস কমার্শিয়াল সার্ভিস অ্যান্ড এডুকেশনইউএসএ ও এমপাওয়ার ফাইনান্সিং-এর বিশেষজ্ঞ ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।
এমপাওয়ার ফাইন্যান্সিং-এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের হার অন্যান্যদের/আঞ্চলিক গড়ের তুলনায় ৫০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে চলেছে।
এমপাওয়ার ফাইন্যান্সিং গ্যারান্টার বা জামানতের পরিবর্তে শিক্ষার্থীদের ভবিষ্যত উপার্জনের সম্ভাবনার দিকে গুরুত্ব দিয়ে শিক্ষা ঋণ প্রদান করে। বিদেশে পড়াশোনা শুরু করার আত্মবিশ্বাস বাড়াতে এমপাওয়ার ফাইনান্সিং শিক্ষার্থীদের শিক্ষা ঋণ ছাড়াও বিনামূল্যে তহবিল ডকুমেন্টেশন, ভিসা নির্দেশিকা এবং চাকরি পেতে সহায়তা করে।
ঢাকায় নিযুক্ত ইউএস কমার্শিয়াল সার্ভিসের সিনিয়র কমার্শিয়াল অফিসার জন ফে বলেন, এমপাওয়ার ফাইনান্সিং বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করছে। এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।
এমপাওয়াররের ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডানকান মস বলেন, যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রী নিতে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত।
এই ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক বা ভিসা জনিত সমস্যা তাদের স্বপ্ন পূরণে বাধা হতে না পারে, সেজন্য সঠিক তথ্য প্রদান করাই এমপাওয়ারের মূল লক্ষ্য।
মেসেঞ্জার/তারেক