ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:০৪, ২৬ নভেম্বর ২০২৪

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং’ শিরোনামে একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক স্পিকিং ক্লাবের আয়োজনে সোমবার সকালে ক্যাম্পাসের কনফারেন্স রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন। তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

ওয়ার্কশপের মূল বক্তা ছিলেন জনপ্রিয় লেখক, প্রশিক্ষক ও ভিডিও কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আব্দুল কাইয়ুম। তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধিতে পাবলিক স্পিকিংয়ের প্রয়োজনীয়তা ও এর কৌশল নিয়ে আলোচনা করেন। সেশনের শেষ অংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

ওয়ার্কশপটিতে আরো উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন মো: সামসুল ইসলামসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।
ওয়ার্কশপে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং এসইউবি পাবলিক স্পিকিং ক্লাবের আহ্বায়ক মো: বায়েজীদ খান।

মেসেঞ্জার/ইএইচএম