ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে চুয়েটে বিক্ষোভ মিছিল

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩২, ২৭ নভেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে চুয়েটে বিক্ষোভ মিছিল

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িত উগ্রবাদী ইসকন সদস্যদের গ্রেপ্তার, তাদের দৃষ্টান্তমূলক বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১ ঘটিকায় চুয়েটের স্বাধীনতা চত্ত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁর অনুসারীরা। এসময় আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাস ও ইসকনের অনুসারী উগ্রপন্থীরা। এরই প্রেক্ষিতে হত্যাকারীদের গ্রেপ্তার, হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মহাব্বত বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আজ দিন দুপুরে আদালত প্রাঙ্গণে আমাদের ভাইকে হত্যা করেছে। ৫ই আগস্টের পর আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখিয়েছি, এরা এটাকেই ভঙ্গ করার পায়তারা করতেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই , হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, দ্রুততম সময়ে ফাঁসির আওতায় আনতে হবে।পাশাপাশি চুয়েট প্রশাসনের প্রতি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জোর দাবি জানাচ্ছি। 

তিনি আরো বলেন, চুয়েট এর সকল ধর্মীয় ও অন্যান্য ছাত্রসংগঠনের প্রতি আহবান জানাচ্ছি সবাই যেন এই হত্যা কান্ডের প্রতিবাদ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সৎ সাহস দেখায়।

চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি যারা ভেঙে দিতে চায়, তারা অবশ্যই নিস্ফল হবে।

মেসেঞ্জার/রাফিন/তারেক