ছবি: মেসেঞ্জার
ভারতপন্থি ও স্বৈরাচার সরকারের একপাক্ষিক সংবাদ প্রচারের জন্য প্রথমআলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা (২৭ নভেম্বর) বুধবার দুপুর ২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা সমাবেত হয়ে প্রতিবাদ জানিয়ে প্রথমআলো ও ডেইলি স্টার পত্রিকা পোড়ায়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুইটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। এসময় পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এবং শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হোতা হিসেবে উল্লেখ করেন।
আরও বলেন দিল্লির দাসত্বকারী, বাংলাদেশ ও ইসলামের শত্রু। এই প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে তারা এবং কোন কিছু বিচার না করেই নিজেদের মতো করে সংবাদ প্রকাশ করে।
এসময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহাত গালিব বলেন আমরা বিশ্ববিদ্যালয়র প্রশাসনকে জানিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয়ে যেন আজকের পর থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ঢুকতে না পারে। আমরা ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকাকে বয়কট করলাম।
মেসেঞ্জার/রোকন/তারেক