ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সনদ সংগ্রহ এবং সংশোধনের প্রক্রিয়া সহজ করতে ‘ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিস’ চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের সনদ সংগ্রহ করতে পারবেন।
রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন ইউনিটের শাখা প্রধানরাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, “ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আবেদনের আপডেট জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থীদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে যে, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।
আবেদন যাচাই-বাছাই শেষে কোনো ভুল থাকলে তা সংশোধনের নির্দেশনা দেওয়া হবে। সঠিক আবেদনকারীদের ই-মেইলে সনদ গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।” তিনি আরও জানান, “জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা মাত্র তিনদিনের মধ্যে সনদ সংগ্রহ করতে পারবেন। নিয়মিত আবেদনের ক্ষেত্রে সময় লাগবে সাতদিন। আগামী জানুয়ারি থেকে পুরোপুরি এ সেবা কার্যক্রম শুরু হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, “দূর থেকে আসা শিক্ষার্থীদের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সনদ প্রস্তুত হলে শিক্ষার্থীরা ই-মেইলের মাধ্যমে তা জানতে পারবেন এবং সুবিধাজনক সময়ে এসে সনদ তুলে নিতে পারবেন।”
নতুন এই সেবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মেসেঞ্জার/সাকিব/তারেক