ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মানবাধিকার দিবসে গুমকৃত ইবি শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১০ ডিসেম্বর ২০২৪

মানবাধিকার দিবসে গুমকৃত ইবি শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

এক যুগ আগে আওয়ামী শাসনামলে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সন্ধান ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করে তারা।

এসময় সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা বক্তব্য রাখেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ ফরিদসহ অন্যান্য সদস্য ও  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ্ এবং আল মুকাদ্দাসকে ফ্যাসিস্ট সরকারের মদদ পুষ্ট বাহিনী গুম করে নিয়ে যায়। দীর্ঘ আন্দোলন করার পরেরও এই সরকার গুম হওয়া শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা ভাইদের উদ্ধারের দাবিতে দাড়িয়েছি। যারা এই ধরনের মানবতা বিরোধী কাজ করেছে তাদের চিন্তিত করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

একইসাথে দুই শিক্ষার্থীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ দলীয় নেতা কর্মীরা। পরে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের পাশাপাশি হাসিনা সহ গুমের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে। এরপর থেকে আজ পর্যন্ত তারা আর ফিরে আসেনি।

মেসেঞ্জার/গালিব/তুষার