ছবি : মেসেঞ্জার
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর জয়দেবপুরে অবস্থিত ১৩২/৩৩ কেভি সাব স্টেশন পরিদর্শন করলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। একদিনব্যাপী এই শিল্প সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কার্যক্রম এবং সামগ্রিকভাবে অটোমেটেড লোড ডিসপ্যাচ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান।
সফরের সময় শিক্ষার্থীদের জন্য সাব স্টেশনের বিভিন্ন ধাপ ও সরঞ্জাম নিয়ে বিশদ প্রদর্শনী আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সাব স্টেশনের প্রতিটি সেগমেন্ট ঘুরে দেখার সুযোগ পান এবং সেখানকার প্রকৌশলীরা তাদেরকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রযুক্তিগত কার্যপ্রণালী ও নিরাপত্তা ব্যবস্থাসমূহ নিয়ে ধারণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিজিবি পি এল সি এর সাব-এসিস্ট্যন্ট ইঞ্জিনিয়ার জনাব মো. আমিনুল হক হিরা, মো. আরিফুল হাসান, মো. আসাদুজ্জামান এবং মো. খায়েরুজ্জামান, যিনি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষার্থীরা এই সফরের মাধ্যমে সাব স্টেশনের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুতের নিরাপদ বিতরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষার্থীরা বলেন, "এই সফর আমাদের পাঠ্যক্রমে শেখা বিষয়গুলো বাস্তবে দেখার সুযোগ দিয়েছে যা ভবিষ্যতে আমাদের পেশাগত জীবনে সহায়ক হবে।"
সফরের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্র্যাকটিকাল জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সফর আয়োজন অব্যাহত থাকবে। বিদ্যুৎ খাতে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই সফর তরুণ প্রকৌশলীদের বিদ্যুৎ খাতে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করবে এবং দেশের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মাজিদ ইশতিয়াক আহমেদ, চেয়ারপারসন, রোবোটিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং এবং মো. নিয়াজ মোস্তাকিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইইই বিভাগ এই পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন এবং পুরো আয়োজনে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তারেক