ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির ক্ষেত্রে অযৌক্তিক কোটা বাতিল ও আবেদন ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবি জানান।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ রাখার পাশাপাশি পূর্বের সকল কোটা বহাল রাখা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ বৈষম্যমূলক কোটা বহাল রাখার তীব্র নিন্দা জানিয়ে আবেদন ফি ১০০০ টাকা থেকে কমানোর দাবি জানায়।
এ সময় তারা ভর্তি পরীক্ষার আবেদন ফি থেকে বিশ্ববিদ্যালয়ের আয়ের হিসাব ও ব্যয়ের খাত প্রকাশ করার আহ্বান জানান। বিদ্যমান বৈষম্যমূলক কোটা বাতিল না করলে তারা পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির হোসেন রিয়াদ বলেন, "আমরা প্রশাসনের টনক নড়ানোর জন্য এই কর্মসূচি দিয়েছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা কোটাকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু নিজের গদি রক্ষা করতে পারেননি। আপনারা সেই কোটা বহাল রেখে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।"
সাকিব মাহমুদ রুমি বলেন, "আমরা সরকার হটাতে পেরেছি, কিন্তু কোটাকে হটাতে পারিনি। সকল অযৌক্তিক কোটা অবিলম্বে বাতিল করতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানো নয়, বরং সকল প্রকার অযৌক্তিক কার্যকলাপও বন্ধ করতে হবে।"
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়বৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
মেসেঞ্জার/সাকিব/তুষার