ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চট্টগ্রামে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে যুব কর্মশালা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ১১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে যুব কর্মশালা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ কর্মশালা। 'ট্রান্সন্যাশনাল রেসপন্সেস ফর করাপশন এন্ড ক্লেপ্টোক্রেসি' শীর্ষক এই কর্মশালা আয়োজন করে রুরাল এন্ড আরবান পুওরস অ্যাডভান্সমেন্ট (রূপসা)।কর্মশালায় বক্তারা দুর্নীতির ক্ষমতাকাঠামোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি তুলে ধরে ক্লেপ্টোক্রেসি প্রতিরোধে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১১ ডিসেম্বর) রুরাল এন্ড আরবান পুওরস অ্যাডভান্সমেন্ট (রূপসা) আয়োজিত এই কর্মশালা নগরীর হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।

যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামসহ সারা দেশে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চলছে। ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরই) এর আর্থিক সহায়তায় আয়োজিত কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৮ জন যুব প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, ক্ষমতাসীন দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশে ক্লেপ্টোক্রেসি প্রতিষ্ঠা পায়, যা দুর্নীতিকে দীর্ঘস্থায়ী করে।

অংশগ্রহণকারীরা দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতি সংস্কারে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তারা মাঠপর্যায়ে স্বাক্ষরতা অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা’র নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা’র প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান। প্যানেলিস্ট হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইয়াসির সিলমী এবং এডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী।

উপস্থিত যুব প্রতিনিধিরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং কর্মশালা শেষে দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মেসেঞ্জার/সাকিব/তুষার

আরো পড়ুন