ছবি : মেসেঞ্জার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, মনে রাখতে হবে, আমার জীবন একান্তই আমার। মাদকাসক্ত হলে জীবন পুরো ধ্বংস হয়ে যাবে, তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে জীবনকে ধ্বংস করবে না জ্ঞানের আলোয় বিকশিত করবে।
বুধবার (১১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেঁনেসা ও ডিবেটিং ক্লাব আয়োজিত মাদকবিরোধী তৃতীয় আন্তসেশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরো বলেন, মাদক বিরোধী আইন আরো কঠোর করে এর বিনাশ করা যাবে না, যদি না আমরা নিজ থেকে সচেতন হই। সামাজিক সচেতনতার পাশাপাশি যারা মাদকের দ্বারা আক্রান্ত হয়, তাদের আরো সচেতন করা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানমের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ ইউছুফ ও একেএম শওকত ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় বিভাগের ১৮তম ব্যাচ বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন এবং ১৫তম ব্যাচ সরকারী দল হিসেবে রানার্স আপ হয়।
মেসেঞ্জার/ইমরান/তুষার