ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দুর্নীতিপরায়ণ ভিসি হওয়ার চেয়ে প্রয়োজনে ক্লিনার হওয়া উত্তম : চবি উপ-উপাচার্য

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:২২, ১৫ ডিসেম্বর ২০২৪

দুর্নীতিপরায়ণ ভিসি হওয়ার চেয়ে প্রয়োজনে ক্লিনার হওয়া উত্তম : চবি উপ-উপাচার্য

ছবি : মেসেঞ্জার

প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ক্লিনার হবে, অটো রিকশা চালাবে, যা দুর্নীতিপরায়ণ ভাইস চ্যান্সেলর থেকে উত্তম বলে মন্তব্য করেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন। ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ফিউচার নেশন ও ইউএনডিপি এর আয়োজনে 'Employability Masterclass Scholarship Awarding Ceremony' সেমিনারে তিনি শিক্ষার্থীদের এ কথা বলেন।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটায় আইন অনুষদের মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (CUCC) উদ্যোগে ফিউচারনেইশন ও ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর সহযোগিতায় 'Employability Masterclass Scholarship Awarding Ceremony' অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, নিজেকে জানো, তোমার ক্যারিয়ার তুমি নিজেই নির্বাচন করবে। তিনি চাকরি খোঁজার চেয়ে স্কিল উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, স্কিল ভালো হলে শিক্ষার্থীরা সহজেই ভালো জায়গায় পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, "আমার শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় ডেটল বিক্রি করবে না, বরং তারা ডেটল তৈরি করতে শিখবে। ট্রাডিশনাল চাকরি শিক্ষার্থীদের জন্য নয়।"

উপ-উপাচার্য শিক্ষার্থীদের সৎ থাকতে এবং সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করতে বলেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, "প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ক্লিনার হবে, অটো রিকশা চালাবে, যা দুর্নীতিপরায়ণ ভাইস চ্যান্সেলর থেকে উত্তম।"

তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হয়ে দক্ষতা অর্জন করে জব তৈরি করার পরামর্শ দেন এবং বলেন, "প্রত্যেকের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট আবশ্যক। স্কিল ডেভেলপ করো, জব তৈরি করো, আর আদর্শ মানুষ হও।"

এছাড়াও প্রধান বক্তা ইউএনডিপির যোগাযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ভালো পড়াশোনার পাশাপাশি সফট স্কিল ও হার্ড স্কিল উন্নয়ন করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আত্মবিশ্বাস অর্জন এবং সঠিক মানুষের সাথে নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ক্যারিয়ার গঠনে বিশ্বাসযোগ্যতা ও সম্পর্ক তৈরি, মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করা ও দ্বন্দ্ব সমাধান ও লক্ষ্য নির্ধারণ কমিউনিকেশনের ৩টি ধাপ সম্পর্কেও আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের পুরোপুরি এআই নির্ভরশীল না হয়ে এআইকে সহায়ক হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। এছাড়াও  প্রফেশনাল সিভি, ইন্টার্নশিপ, এবং লিংকডইন প্রোফাইল উন্নত করার গুরুত্ব তুলে ধরেন। ব্যর্থতা ও সফলতার পর হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী এস. এম. শাহরিয়ার আলম ও  ইমরান পাভেলের হাত ধরে ২০১৯ সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা, বিবিধ কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, ইভেন্ট, বছরব্যাপি মেন্টরশিপ প্রোগ্রাম, জব ফেয়ার, ইন্টার্নশীপ প্রোগ্রাম, শিল্প প্রতিষ্ঠানে স্বশরীরে গমন ও শিক্ষণ, নিয়োগ কার্যক্রমে শিক্ষার্থী ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাদার ব্যাক্তিদের সাথে সরাসরি সেতু বন্ধন তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

মেসেঞ্জার/সাকিব/তুষার