ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

স্বৈরাচারীদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ১৫ ডিসেম্বর ২০২৪

স্বৈরাচারীদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

আওয়ামী স্বৈরাচার দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। এসময় তারা 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না' সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

সমাবেশে সহ-সমন্বয়ক হাসানুল বান্না অলী বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কুষ্টিয়ায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীদের অতিদ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছে। তারা জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করেছে। বাংলাদেশের কোথাও স্বৈরাচার আওয়ামী লীগ কোনও সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারবে না।

ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট বলেন, আওয়ামী লীগ বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানাই। কারণ তারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে। তারা বিজয় দিবস পালনের গ্রহণযোগ্যতা হারিয়েছে। ভারতে বসে স্বৈরাচারীরা ষড়যন্ত্রের পরিকল্পনা করছে।

মেসেঞ্জার/গালিব/তুষার