ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ রোববার। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়। রোববার (১৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা প্রাথমিক আবেদন করতে পারবেন। রোববার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন পড়েছে প্রায় দুই লাখ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক ভর্তির মোট আবেদন এসেছে এক লাখ আশি হাজারের মতো। এ ইউনিটে আবেদন এসেছে ৭০ হাজারের বেশি, বি ইউনিটে ৫৫ হাজারের বেশি, সি ইউনিটে ২১ হাজারের বেশি, ডি ইউনিটে ২১ হাজারের বেশি এবং ই ইউনিটে আবেদন এসেছে ২ হাজারের বেশি। আজ রাত বারোটা পর্যন্ত সময় আছে। এ সংখ্যা আরো বাড়বে।
এর আগে গত ২১ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জবি। এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ।
চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এবার স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা। প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।
মেসেঞ্জার/ইমরান/তুষার