ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিজয় দিবসে ইবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি 

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে ইবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি 

ছবি: মেসেঞ্জার

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে র‍্যালি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত র‍্যালির সাথে মিলিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলা চত্বরে উপস্থিত হন।

পরে দেশের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় নানান স্লোগান তোলেন দলীয় নেতারা।

কর্মসূচিতে ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূর আলম সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম উপস্থিত ছিলেন।

এছাড়াও কোষাধ্যক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রীড়া সম্পাদক তানিম তানভীর, সদস্য জিবন শেখ, শিপন হোসেন, সুমন সরকার, সবুজ হোসেন, মাজহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

মেসেঞ্জার/গালিব/জেআরটি