ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মহান বিজয় দিবস উদযাপনে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সহস্র কণ্ঠে জাতীয় সংগীত’

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:২২, ১৭ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উদযাপনে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সহস্র কণ্ঠে জাতীয় সংগীত’

ছবি : মেসেঞ্জার

ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা যে যার অবস্থান থেকে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।

তখন ঘড়ির কাটায় ঠিক দুপুর ১২টা। মেরুল বাড্ডা ক্যাম্পাসে পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে বেজে ওঠে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”। পুরো ক্যাম্পাস জুড়ে তখন তৈরি হয় অভাবনীয় এক মুহূর্ত। শ্রেণিকক্ষে ক্লাসরত শিক্ষার্থীরা, ডেস্কে ব্যস্ত শিক্ষক কিংবা মিটিংয়ে থাকা কর্মীরা যে যার কাজ থামিয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইতে শুরু করেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা এবং আমাদের জাতীয় পরিচয় ও গৌরবের অনুভূতিকে আরো মজবুত করতেই ‘সহস্র কণ্ঠে জাতীয় সংগীত’ শিরোনামে এই উদ্যোগ নেওয়া হয়। যৌথভাবে এই অনন্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অফিস অফ কমিউনিকেশন্স, অপারেশন্স, স্টুডেন্ট লাইফ এবং আর্কিটেকচার বিভাগ। জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই সমবেত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। মহান বিজয় দিবসে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আমরা জাতি হিসেবে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করেছি।”
 

মেসেঞ্জার/তুষার