ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এ ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর উদ্যোগে “রিনিউবেল এনার্জি এডভান্সমেন্ট এন্ড ইমার্জিং ট্রেন্ডস ফর এ গ্রিনার টুমোরো” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী মানজেরি খোরশেদ আলম।
পাশাপাশি মূল বক্তা ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন এবং অনলাইনে যুক্ত ছিলেন নরওয়ের আগডার ইউনিভার্সিটি (ইউআইএ) এর ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৌমেন রুদ্র।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এবং সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর মাস্টার্সের শিক্ষার্থী জনাব পাপড়ী মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “এই গতিশীল বিশ্বে নবায়নযোগ্য জ্বালানীর বিকল্প নেই। কারণ আমাদের যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখার জন্য আমাদের প্রতিনিয়তই এনার্জির দরকার হয়। আমাদের অনেক সমস্যা রয়েছে আর এই সমস্যা গুলো সমাধানের পথও আমাদেরই খুঁজে বের করতে হবে।
সমাধানের মধ্যে অন্যতম একটি হল নবায়নযোগ্য জ্বালানী। বর্তমানে উন্নত প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রগুলো নতুনত্ব পাচ্ছে আর এগুলোকে কাজে লাগিয়ে উন্নত দেশগুলো এগিয়ে যাচ্ছে। আমাদেরও এগুলো কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা এবং বাস্তবভিত্তিক কর্মমুখী পদ্ধতির নিবিড়ভাবে কাজ করা উচিত। একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সকলে মিলে যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে।”
মেসেঞ্জার/রাফিন/তারেক