ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪২, ১৯ ডিসেম্বর ২০২৪

জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিক প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে। সংবাদ কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে যাবে কিনা তা বিবেচনার বিষয় নয়; বরং এটি সত্য ও স্বচ্ছতার প্রতিফলন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সদ্যবিদায়ী সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন। তিনি বলেন, যারা নতুন দায়িত্ব এসেছে তাদের জন্য শুভ কামনা। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাও, একাডেমিকভাবে আরো দক্ষ হবে। অনেকে ভালো লিখে। কিন্তু সাংবাদিকতার নৈতিকতা জানে না। বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে তোমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, আমি যেকোনো মতকে বিশ্বাস করতেই পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আমাদের লক্ষ্য থাকবে এক- বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। সাংবাদিক সমিতি যে ছাত্র ঐক্য অনুষ্ঠান করেছে, তা করার সাহস অন্য কোনো বিশ্ববিদ্যালয় করতে পারে নি। এটা তো জাতীয় সফলতা। সাংবাদিকদের বলবো, শুধু নেতিবাচক বিষয় নয়, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়ও সামনে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা আল্লাহ তায়ালার পক্ষ থেকে ফরজ কাজ। আমরা মনে করি সাংবাদিকগণ সমাজে এ কাজটিই করে থাকেন। আমার প্রত্যাশা সামনের দিনগুলোতে সাংবাদিকগণ সমাজের সত্য সামনে নিয়ে আসবে। মিথ্যা ভেঙে ফেলবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। আমাদের প্রত্যাশা থাকবে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে এবং সমাজের বাস্তব তথ্য তুলে সামনে নিয়ে আসে।

এ সময় সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা সাংবাদিক প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।  কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক সমকালের ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক ঢাকা পোস্টের মাহাতাব লিমন।

মেসেঞ্জার/ইমরান/তুষার