ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চবিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানে জরিমানা ৩১ হাজার টাকা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৩ ডিসেম্বর ২০২৪

চবিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানে জরিমানা ৩১ হাজার টাকা

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি দোকানকে সতর্কতামূলক ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১:৩০ টার দিকে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে ক্যাম্পাসের ২নং গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করার সময় অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অনুমোদনবিহীন রং ব্যবহার এবং খাবারের মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন ৩ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জরিমানা করা হয়। দোকানগুলোর মধ্যে দ্বীপস্টোর ৮০০০ টাকা, রহমানিয়া হোটেলকে ১৫০০০ টাকা এবং ঢাকা হোটেলকে ৮০০০ টাকা জমিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, “ক্যাবের অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি রাব্বি তৌহিদ বলেন, “ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে।”

এ অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক আনিসুর রহমান, হাটহাজারী থানা পুলিশ। পাশাপাশি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

এই যৌথ অভিযান শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের খাবারের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

মেসেঞ্জার/সাকিব/তুষার