ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সোশ্যাল মিডিয়া ডিলের আড়ালে বুলেটিন বার্তার সাথে প্রতারণা : সাভার থানায় জিডি

পবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল মিডিয়া ডিলের আড়ালে বুলেটিন বার্তার সাথে প্রতারণা : সাভার থানায় জিডি

ছবি: মেসেঞ্জার

প্রায় সময় ফেসবুক ও বিভিন্ন ফেসবুক গ্রুপ ব্যবহার করে অ্যাডমিন ডিল করা হয়। এর মাধ্যমে ফেসবুক পেজ, গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট বা অন্য কোন গ্রুপ বা পেজ কেনবেচা করা হয়। শুধু একাউন্ট কেনাবেচাই না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বর্তমান সময় অনেক ধরনের ডিল করা হচ্ছে। যেমন- ডিজাইনার ভাড়া করা, অ্যাপ ডেভেলপার ভাড়া করা, ভিডিও, ছবি, পোস্টার এডিটরসহ অনেক কাজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিল করে।

তবে এসবের উপকারীতার চেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও চক্র ফাঁদে ফেলে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া কেলেঙ্কারী করছে। এক্ষেত্রে ক্রেতা যেমন বিক্রেতা দ্বারা প্রতারিত হচ্ছে তেমনি বিক্রেতাও ক্রেতা দ্বারা প্রতারিত হয়। অনেকসময় যে এডমিন এর মাধ্যমে ডিল করা হয় সে এডমিন এর মাধ্যমে ক্রেতা বা বিক্রেতা উভয়ই প্রতারণার বা আর্থিক ক্ষতির স্বীকার হচ্ছে। প্রতারকরা নিজদের আসল পরিচয় গোপন রাখতে নানা পন্থা অবলম্বন করছে। আইডি লকড করে রাখা, নকল আইডি খুলা ও বিশ্বস্ত এডমিনদের আইডি নকল করা সহ লোভ দেখিয়ে অন্য কোনো আসল ক্রেতা বা বিক্রেতাকে রাজি করে।

সম্প্রতি এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বুলেটিন বার্তা অনলাইন পোর্টাল এর সাথে। ফেসবুকে সাজিদুল ইসলাম নামধারী প্রোফাইলের মাধ্যমে একটি চক্র এমন কেলেঙ্কারি করেছে। উল্লিখিত নিরব খান নামক এডমিন এর আইডি নকল করে তিনি এই কাজ করেন এবং নিরব খানের পেজ বাই সেল গ্রুপে পোস্ট করার মাধ্যমে তিনি প্রতিনিয়ত প্রতারণা করে চলছেন। একটি প্রতারণামূলক ডিল সম্পন্ন হওয়ার পরেই নিজেদের প্রতারণার বিষয়টি নিরব খানের পেজ থেকে মুছে ফেলা হয়। নিরব খান এখানে সরাসরি জড়িত না হলেও তার আইডি নকল করে ও তার গ্রুপে পোস্ট এর মাধ্যমে এমন প্রতারণার ঘটনাগুলো ঘটছে।

অনলাইন পোর্টাল বুলেটিন বার্তার সাথে সম্প্রতি এমন ঘটনা ঘটার পর বুধবার (২৫ ডিসেম্বর) তাদের পক্ষে প্রতিষ্ঠানটির চীফ অফ এডমিন আরিফুল ইসলাম আরিফ বিষয়টি সাভার থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আরিফুল ইসলাম আরিফ (২৪), পিতা মো. আমজাদ হোসেন, মাতা মোছা. আনোয়ারা বেগম, জাতীয় পরিচয় পত্র নং ৫৫৬৩৫৪৩১৫৫, ঠিকানা (বর্তমান) গ্রাম- রাজফুলবাড়িয়া, ইউনিয়ন ওয়ার্ড-  জাতীয় পরিচয় পত্র নং ৫৫৬০৫৪৩১৫৫, ঠিকানা বর্তমান), গ্রাম- রাজফুলবাড়িয়া, ইউনিয়ন ওয়ার্ড- তেতুলঝরা, থানা-সাভার, জেলা- ঢাকা, মোবাইল নং- ০১৯৮৭৪৮-৪৯০৮। ইং- ২৪/১২/২০২৪ তারিখ সকাল ৮.৩৩ ঘটিকার সময় অজ্ঞাত একজন বিবাদী আমার বিকাশ একাউন্ট ০১৯৮৭-৪৮৪৯০৮ থেকে বিকাশ এজেন্ট একাউন্ট নং- ০১৯৬৭-০৯৪৭১৪ নাম্বারের মাধ্যমে ৫,৩০০(পাঁচ হাজার তিনশত) টাকা কৌশলে ক্যাশ আউট করে হাতিয়ে নিয়েছে। ট্রান্সজ্যাকশন নং-BLO4BM9CTQ বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করিলাম।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সাভার থানার এসআই (নিরস্ত্র) মো. আব্বাছ্ উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।

মেসেঞ্জার/তুহিন/তুষার