ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী শক্তিকে রুখার আহ্বান জবি ছাত্রফ্রন্টের

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ২৬ ডিসেম্বর ২০২৪

ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী শক্তিকে রুখার আহ্বান জবি ছাত্রফ্রন্টের

ছবি : সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্রলীগের জায়গায় নতুন কোন সন্ত্রাসী শক্তির অপতৎপরতা রুখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় তারা। বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের জায়গায় নতুন কোন সন্ত্রাসী শক্তি যেন জায়গা করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠিত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তৎপর থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান, এ ধরনের অরাজক পরিস্থিতি যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিন।'

ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি। তারা শুধু বিরোধী ছাত্র সংগঠনগুলোর ওপরই হামলা করেনি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও নিজ সংগঠনের অভ্যন্তরীণ সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমনকি হত্যার ঘটনা পর্যন্ত ঘটিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি চাই না।

ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতার শহিদী আত্মদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে বৈষম্যহীন- গণতান্ত্রিক বাংলাদেশ এবং সন্ত্রাস- দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষা। কিন্তু কিছু ঘটনায় এ আকাঙ্ক্ষা, আশঙ্কায় পরিণত হচ্ছে। আমরা দেখেছি, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ওই সংগঠনের‌ই কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী ক্যাম্পাস এলাকায় মুহুর্মুহু শোডাউন, প্রধান ফটক অবরুদ্ধ এবং রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেয়। এর‌ই ধারাবাহিকতায় গতকাল কবি নজরুল কলেজ ও ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে; যা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে।

উল্লেখ, গত ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ সহ আরও কয়েকটি ইউনিটে কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা দফায় দফায় বিক্ষোভ করছেন। এর মধ্যে ঢাকা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মেসেঞ্জার/ইমরান/তুষার