ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চবিতে দুই শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ২৮ ডিসেম্বর ২০২৪

চবিতে দুই শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্যের সমুদ্রবিজ্ঞান বিভাগ পরিদর্শনে আসার আগমুহূর্তে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুই শিক্ষকের বাকবিতণ্ডার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, অধ্যাপক মোসলেম উদ্দিনের উদ্দেশে সাইদুল ইসলাম বলছেন—‘তুই আমাকে বেয়াদব বলার কে? তুই আমার সাথে প্রফেসরগিরি দেখাইলি কেন?’ জবাবে মোসলেম উদ্দিন বলেন, ‘বেয়াদবি করার কারণে বেয়াদব বলছি।’ প্রায় চার মিনিট দুজনের মধ্যে তর্ক হয়।

বিতণ্ডায় জড়ানো ওই দুই শিক্ষক হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার। এ ঘটনায় বিচার চেয়ে দুজনেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধারণ করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন এটি করেছেন। অপর প্রান্তে ছিলেন সাইদুল ইসলাম সরকার। এ সময় তাঁকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা গেছে। বিভাগের সভাপতি অধ্যাপক অহিদুল আলম তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন।

বিভাগের একাধিক শিক্ষক জানান, (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের সঙ্গে বিভাগের শিক্ষকদের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। এই বৈঠকে বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা।

তবে বৈঠকের আগের দিন বিভাগের সভাপতি অধ্যাপক অহিদুল আলম হোয়াটসঅ্যাপে অন্য শিক্ষকদের এক খুদেবার্তা দেন। সেখানে তিনি সহ-উপাচার্যের সঙ্গে বৈঠক হওয়ার আগে নিজেরা বৈঠক করবেন বলে জানান। তাই সবাইকে মূল বৈঠক শুরুর আগেই বিভাগে আসার অনুরোধ করেন।

জানতে চাইলে সাইদুল ইসলাম সরকার বলেন, ‘একই বিভাগের শিক্ষার্থী হওয়ায় আগে থেকে মোসলেম উদ্দিনের সঙ্গে তাঁর তুইতোকারি সম্পর্ক। তিনি কখনো কারও ক্ষতি করেননি। শুধু আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে হেনস্তা করা হচ্ছে। তাঁর পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। তিনি এসবের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, (২৬ নভেম্বর) ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান স্যার ডিজিটে আসার আগমুহূর্তে বিভাগে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই সাইদুল ইসলাম আমার সঙ্গে গালিগালাজ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ ছাড়া আমাকে দেখে নেওয়ারও হুমকি-ধমকি দেন তিনি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ও প্রো-ভিসিদের নিয়েও তিনি কটূক্তি করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনেরই লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুটি পৃথক কমিটি করা হবে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/সাকিব/তারেক