ছবি : সংগৃহীত
শীতকাল ছুটি শেষে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এদিন থেকেই জবিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।
নোটিশে বলা হয়েছে, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন (২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, রবিবার) থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।
মেসেঞ্জার/ইমরান/তুষার