ছবি : মেসেঞ্জার
উচ্চশিক্ষার প্রসার, সেবামূলক কার্যক্রম ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করা ঢাকাস্থ দিনাজপুর (এসএবিডি) ছাত্রকল্যাণ এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিল।
শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলে অতিথি রেজওয়ানুল হক রেজা, রাশেদ আলী টিটোন, আলিমা মুক্তি, মাহমুদুল হাসান পলাশ ও সাবেক নেতৃবৃন্দ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। একই দিনে উপদেষ্টামন্ডলী স্বপন শর্মা, গোপেশ শর্মা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, গুলজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মঈন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রানা সরকার রোহান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক হিসেবে দিপঙ্কর রায়, অর্থ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম নিবিড়, ক্রীড়া সম্পাদক হিসেবে ইবনে সিনা নিবিড়, প্রচার সম্পাদক হিসেবে নূরে আলম রিয়াল দায়িত্ব পেয়েছেন।
কমিটির সভাপতি সাদমান শাহরিয়ার বলেন, দিনাজপুর (এসএবিডি)-এর ১৬ তম বছরে পদার্পণে আমি অতিশয় উৎফুল্ল ও আনন্দিত। এই সুদীর্ঘ পথ চলায় যারা আমাদের সংগঠনের সাথে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনগুলোতে আমি আমার সংগঠনকে শিক্ষার্থীদের সকল বিপদের সঙ্গী হিসেবে দেখতে চাই এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন,ঢাকাস্থ দিনাজপুরের এই সংগঠনটির ৮ম কাউন্সিলের সাধারণ সম্পাদক হতে পেরে আমি আনন্দিত। উচ্চশিক্ষা, উদ্যোক্তা ও সেবামূলক কাজের বাইরে বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই। সর্বোপরি, সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীবান্ধব, সামাজিক স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া একান্তই কাম্য।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়।
মেসেঞ্জার/ইমরান/তুষার