ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ৬ জানুয়ারি ২০২৫

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন এর সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার কার্যালয়ে বেলা ১২ টায় নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন এর সাথে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় তাকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে রেজিস্ট্রার পদে নিযুক্ত হওয়ায় ড. ইকতিয়ার উদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সার্বিক কল্যাণের লক্ষ্যে যেকোন নৈতিক কার্যক্রমে নবনিযুক্ত রেজিস্ট্রারের পাশের থাকার অশ্বাস দেয় সাংবাদিক সমিতি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, সহ-সভাপতি মারসিফুল আলম রিমন, সহযোগী সদস্য সফিকুল ইসলাম, নেছার আহম্মেদ, সাইফুল ইসলাম। এছাড়াও এ এম জুবায়ের ও রাফি সহ আরও কয়েকজন শিক্ষানবিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমাকে এ কাজের জন্য যোগ্য মনে করা হয়েছে বলেই প্রশাসন আমাকে এ পদে নিযুক্ত করছেন। আমি চাই জুলাই বিপ্লবের চেতনা এবং শহীদের স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করতে। আপনারা আমাকে যথা সম্ভব সহযোগিতা করবেন এই প্রত্যাশা।”

মেসেঞ্জার/তুহিন/তুষার