ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পবিপ্রবির নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ৬ জানুয়ারি ২০২৫

পবিপ্রবির নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বগুড়া জেলার শিক্ষক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া বগুড়ার শিক্ষার্থীরা।

৬ জানুয়ারি (সোমবার) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নব নিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন কে বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

গতকাল (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে সাবেক রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে  অত্র অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল মুক্তদির সৌমিক বলেন, "বগুড়ার কৃতি সন্তান  প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্যার রেজিস্ট্রার( অ.দা.) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বগুড়া ছাত্র কল্যাণ সমিতি পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় জানানো হচ্ছে। আশা রাখি স্যার উনির দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।"

মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো. মোহতাসিম আরাফ বলেন, "বগুড়ার কৃতি সন্তান, সৎ ও ছাত্রবান্ধব শিক্ষক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্যারকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহনের জন্য বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে অসংখ্য অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্যার তার দৃঢ় চেতনা, সৃজনশীলতা, দূরদর্শী নেতৃত্ব এবং অভিজ্ঞতার আলোকে আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাবেন।

২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. মাহাবুব আলম বলেন, "২৪ এর স্বাধীনতার পরবর্তী সময়ে সকল প্রতিষ্ঠানসহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে যে যোগ্য ব্যাক্তিদের দ্বায়িত্ব দেওয়া হচ্ছে, তারই ধারাবাহিকতায় দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পবিপ্রবিতে সৎ ও যোগ্য ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ পায়। পাশাপাশি আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষার্থী বান্ধব শিক্ষক জনাব ড. মো. ইকতিয়ার উদ্দিন স্যারকে রেজিস্ট্রারার এর অতিরিক্ত দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে পবিপ্রবির বর্তমান দক্ষ প্রশাসনের সাথে একত্রে উনি উনার সততা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, পাশাপাশি শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা সমাধানে সাহায্য ও সহযোগিতা করবেন। আমরা এটা আশাবাদী যে পবিপ্রবির বর্তমান দক্ষ ও যোগ্য প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ উনাকে সকল কাজে সাহায্য ও সহযোগিতা করবেন।"

নব নিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। দোয়া করবে যেন এই জুলাই-আগস্টকে স্মরণ রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি।”

মেসেঞ্জার/তুহিন/তুষার