ঢাকা,  বৃহস্পতিবার
০৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক ‘সিইউও’ পেলেন জবি শিক্ষার্থী নাহিদ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ৮ জানুয়ারি ২০২৫

বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক ‘সিইউও’ পেলেন জবি শিক্ষার্থী নাহিদ

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ র‌্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) অর্জন করেছেন রমনা রেজিমেন্টের ১ নং ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ক্যাডেট সার্জেন্ট মো. নাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা (আইএমএল) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একাডেমিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রমনা রেজিমেন্টের ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর আশ্রাফুল আলম তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র‌্যাংক সিইউওর ব্যাচ পরিয়ে দেন।

আগামী ১ বছরের জন্য তিনি রমনা রেজিমেন্ট এর ১ নং ব্যাটালিয়নের আলফা কোম্পানির সিইউও এবং কোম্পানি এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

সার্জেন্ট থেকে সিইউওতে পদন্নোতি হওয়ার পর মো. নাহিদ হাসান বলেন, 'অবশ্যই আমি খুবই আনন্দিত এবং উৎফলিত। আমার এ সাফল্যে যারা বিভিন্নভাবে পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব বেড়েছে। দায়িত্ব যাতে ভালভাবে পালন করতে পারি এবং আমার মাধ্যমে যেন দেশ ও জাতির সর্বোচ্চ সফলতা আসতে পারে সেজন্য সবার দোয়া প্রার্থী।'

গত ৫ জানুয়ারি তিনি সিইউও পদের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একাডেমিতে লিখিত পরীক্ষা, মহড়া, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন। এবং তিনি ব্যাটালিয়ন ক্যাম্পে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ ফায়ারারের পুরস্কার অর্জন করেন।