ছবি : মেসেঞ্জার
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে অনুষ্ঠিত হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা।
১১ জানুয়ারি (শনিবার) সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত চলা এই পরীক্ষায় ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬ হাজার ১৭১ জন, যা মোট উপস্থিতির ৯২.১২ শতাংশ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম তার সহকর্মীদের নিয়ে তিনটি একাডেমিক ভবন, রেভারেন্ড পলস্ হাই স্কুল এবং হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করেন।
অন্যদিকে, কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলমও পরীক্ষার হল এবং কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তারা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করে জানান, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা গর্বিত। এটি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে।’
পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থীই তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। বাগেরহাট থেকে আসা পরীক্ষার্থী প্লাবন বলেন, ‘এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের প্রথম ধাপ। পরীক্ষার পরিবেশ ছিল খুবই ভালো এবং আমরা কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি।’
এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটগণ ও বাংলাদেশ পুলিশ।
মেসেঞ্জার/তুষার