ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সচিবালয় অভিমুখে জবির অনশনকারীদের সাথে শিক্ষার্থীদের যাত্রা

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১১, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৮, ১৩ জানুয়ারি ২০২৫

সচিবালয় অভিমুখে জবির অনশনকারীদের সাথে শিক্ষার্থীদের যাত্রা

ছবি : মেসেঞ্জার

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা সচিবলায় অভিমুখে যাত্রা শুরু করেছে। অনশনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক সাধার শিক্ষার্থীরা যাত্রা শুরু করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ যাত্রা শুরু করে শিক্ষার্থীরা।

এর আগে দুপুর দুইটায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়।

এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি করা হয়। দাবি তিনটি -(১) সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না; (২) পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে এবং (৩) যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরো সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা বিবিধের সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

মেসেঞ্জার/ইমরান/তুষার