ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা জবি শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৫, ১৩ জানুয়ারি ২০২৫

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা জবি শিক্ষক সমিতি

ছবি : মেসেঞ্জার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছে জবি শিক্ষক সমিতি।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক সমিতি মনে করে সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি, জবি শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো অবিলম্বে পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক রইছ বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি তাদের পাশে থাকবে। এই আন্দোলনই যেন শিক্ষার্থীদের শেষ আন্দোলন হয়। তাদের দাবি যেন মেনে নেয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মূল দাবীগুলো হলো- ২য় ক্যাম্পাসকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান, পুরাণ ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও সম্পন্ন করা। এসব দাবি আদায়ের লক্ষে গতকাল রোববার সকাল থেকে অনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/ইমরান/তুষার