ছবি : মেসেঞ্জার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত জনসেবা মূলক সংগঠন স্মাইল শাটেল ফাউন্ডেশন ও কানাডাধীন এলডিএফ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে প্রায় ৪০০ টি পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ শুরু করে বুধবার এ কর্মসূচি শেষ হয়।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ভোগডাঙ্গাসহ বেশ কয়েকটি উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। এসময় কম্বলসহ শীত নিবারণের বিভিন্ন উপকরণ বিতরণ করেন স্মাইল শাটেল ও এলডিএফ এর ভলেন্টিয়াররা।
উল্লেখ্য স্মাইল শাটেলের ফাউন্ডেশন ও কানাডাধীন এলডিএফ ফাউন্ডেশন এখন পর্যন্ত একসাথে দেশের বিভিন্ন স্থানে জনসেবা মূলক ২৬ টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা গঠিত এই স্মাইল শাটেল পথশিশু থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। এবং তাদের সাথে কানাডাধীন এলডিএফ ফাউন্ডেশন বিভিন্ন সময় আর্থিক অনুদান ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।
মেসেঞ্জার/ইমরান/তুষার