ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) 'সমাবর্তন- ২০২৫' এ রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান।
শনিবার (১৮ জানুয়ারি) নগরের পতেঙ্গার চিটাগং বোট ক্লাবে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এতে উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে ও দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান। শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর নিজের জীবনে ঘটে যাওয়া নানা সুন্দরতম মুহূর্তগুলো তুলে ধরে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।
সমাবর্তন বক্তা শিল্পগ্রুপ ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং শিক্ষার্থীদের বিশ্বময় চিন্তাভাবনা করে সুদুরপ্রসারি নেতৃত্ব নিয়ে ভাবনার দিক নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের প্রতিনিধি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার।
এতে সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইসটিসিডিটি)-এর চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বক্তব্য রাখেন।
সকাল থেকেই সিআইইউ'র সাবেক শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। এতে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমাবর্তন উদযাপন করেছে। বোট ক্লাবের আনাচে-কানাচে কালো গাউন ও টেসেল যুক্ত ক্যাপ পড়া তরুণ-তরুণীদের আনন্দঘন মুহূর্ত ক্যামেরা বন্দী করছিলেন অনেকেই। বোট ক্লাবের পাশেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ল্যান্ডিংরত বিমানের সঙ্গে ক্যাপ উড়িয়ে ছবি তুলতে দেখা গেছে অনেককে।
কালো গাউন পড়া কেয়া চন্দ মায়ের মাথায় টাসলযুক্ত ক্যাপ পরিয়ে দিয়ে ছবি তুলছিলেন। তিনি সিআইইউ এর ইংরেজি ভাষা ও সাহিত্য অনুসদের সাবেক শিক্ষার্থী। এসময় তিনি বলেন, সমাবর্তন প্রত্যেক গ্র্যাজুয়েটের জীবনের একটি আনন্দময় মুহূর্ত। এই মুহূর্তটুকু শেয়ার করার জন্য পরিবারের দু-একজন লোক থাকবেই আমাদের সঙ্গে। সেই হিসেবে মা এসেছেন। বড় বোন এসেছেন। তাদের নিয়ে সমাবর্তন উদযাপন করছি।
গায়ে কালো গাউন, মাথায় টেসেল যুক্ত ক্যাপ দেখলেই মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি। যেদিন আমিও ক্যাপ উড়িয়েছিলাম। সেই দিনের কথা। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সাথে কাটানো স্মৃতি ভেসে ওঠে খোলা চোখে। ছেলেমেয়েগুলোর উদযাপনে খুঁজে পাচ্ছি সেই বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের ক্যারেক্টার। যাদের মধ্যে অনেকে গত হয়েছেন-এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন এক অভিভাবক।
জানা গেছে, সমাবর্তনে সিআইইউর বিভিন্ন অনুষদের ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী “টপ এ্যাচিভার্স” এওয়ার্ড পেয়েছে।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার