ছবি : মেসেঞ্জার
নারী অধিকার অক্ষুন্ন রেখে এনআইডি প্রদান, ছবি ভিন্ন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা এবং মহিলা সহকারী রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী শিক্ষার্থীরা। তারা দেশের প্রধান নির্বাচন কমিশনকে এ দাবি জানান।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে অর্ধশত ছাত্রী শিক্ষার্থী। এতে ফেস্টুন ও ব্যানার হাতে দাবি করেন- পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতাবিরোধী অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ছবি দেখে পরিচয় যাচাই মুর্খতার লক্ষণ, পরিপূর্ণ পর্দা সাংবিধানিক অধিকার, পরিচয় যাচাইয়ে ছবি দুর্নীতিবান্ধব ফিঙ্গারপ্রিন্ট দুর্নীতিরোধক, খোদ আমেরিকায় ছবিবিহীন এনআইডি আছে।
বিগত ১৬ বছরে নাগরিকত্ব না দেয়ার প্রতিবাদে জড়িত স্বৈরাচারদের শাস্তির দাবি করেন তারা। পরে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে দাবির পক্ষে দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দেশের পর্দানশীন নারীদের পরিচয়ের জন্য ছবির বিকল্প রয়েছে। অধিকার অক্ষুণ্ণ রেখে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি প্রদান করতে হবে। আজ ইউরোপ আমেরিকা বায়োমেট্রিক পদ্ধতিতে সুবিধা প্রদান করছে এবং পর্দার অধিকার দিচ্ছে।
তারা আরও বলেন, পর্দা ও নাগরিকত্ব দুটিই আমাদের অধিকার। পর্দানশীন নারীরা দুর্নীতি করার প্রোপাগাণ্ডা ছড়ানো হয়েছে। গত স্বৈরাচার সরকার নারীদের পর্দার অধিকার হরন করেছে।
মেসেঞ্জার/গালিব/তুষার