ছবি : মেসেঞ্জার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হবে আগামীকাল।
সোমবার (২০ জানুয়ারি) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ উৎসব শুরু হয়ে যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সকাল থেকে চলমান রয়েছে স্টল তৈরির কাজ।
এবারের নববর্ষ প্রকাশনা উৎসবে মোট ৯ টি স্টল বসবে। এর মধ্যে ছাত্র শিবিরের নিজস্ব স্টল ৩টি। অন্যান্য স্টলগুলো থাকবে- বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি, বিন্দু প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, সন্দীপন প্রকাশনী ও প্রচ্ছদ প্রকাশনীর।
ছাত্র শিবির সূত্রে জানা যায়, এবারের নববর্ষ প্রকাশনা উৎসবে সংগঠনের নিজস্ব তিন পাতা ক্যালেন্ডার, ডায়েরি, ছাত্র শিবিরের সিলেবাস ভিত্তিক বিভিন্ন বই এবং বিভিন্ন ধরনের ইসলামী বই বিক্রি করা হবে। উৎসব উপলক্ষ্যে শিবিরের নিজস্ব নববর্ষ প্রকাশনায় ২০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
জবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তাঁরা যেন আমাদের প্রকাশনা স্টলে আসে এবং শিবির সম্পর্কে জানার চেষ্টা করে। তাঁদের শিবির সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, শিবির যেসব বই পড়ে ও চর্চা করে সেই বইসমূহ এই উৎসবে উপস্থাপন করা হবে। শিক্ষার্থীদের জানা দরকার যে, ইসলামী বইসহ শিবিরের নেতাকর্মীদের আটক করে বলা হত জিহাদী-জঙ্গি বই পাওয়া গেছে। সেই জিহাদী-জঙ্গি বইটা আসলে কি? শিক্ষার্থীরা আসুক এবং বইগুলো দেখুক। বিধর্মী ভাইদের জন্যও আমাদের বই আছে। তারা এখানে আসুক এবং জানার চেষ্টা করুক যে তাদের সম্পর্কে আমাদের মনোভাব কি।
মেসেঞ্জার/ইমরান/তুষার