ঢাকা,  সোমবার
০৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে চলছে এডমিশন গালা স্প্রিং ২০২৫

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে চলছে এডমিশন গালা স্প্রিং ২০২৫

ছবি: সৌজন্য

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে শনিবার (১লা ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এডমিশন গালা যা, আগামী ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত চলবে। উক্ত এডমিশন গালা উদ্বোধন করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন  প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগন, প্রক্টোরিয়াল টিম, শিক্ষক-শিক্ষিকা, এডমিশন অফিস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির এডমিশন গালা-তে থাকছে লিমিটেড টাইম এবং "FIRST COME- FIRST GET” -এর ভিত্তিতে বিশাল অফার এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট। উল্লেখ্য যে, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ৭ টি বিভাগের অধীনে ১৫ টি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। ভর্তি ফি-তে ৫০% ছাড় ও টিউশন ফিতে স্পেশাল ছাড় চলছে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার।  

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি। ২০০৩ সাল থেকে যাত্রা শুরু হওয়া ইউনিভার্সিটি সুনামের সঙ্গে এগিয়ে চলেছে এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় এই ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষাব্যবস্থা, উন্নত গবেষণা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে আধুনিক স্মার্ট সিটিজেন এবং দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে যারা আবুল খায়ের গ্রুপ সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যোগ্য ইমপ্লয়ি হিসেবে সুনাম কুড়াচ্ছে। এডমিশন ফেস্ট এর প্রথম দিনে ইউনিভার্সিটির ফিচারগুলো তুলে ধরে ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির জন্য আহবান জানানো হয়।

মেসেঞ্জার/জেআরটি