ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

ছবি : মেসেঞ্জার

এবারের অমর একুশে বইমেলায় নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের থেকে প্রকাশিত বইগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নুরুল আমিনের লেখা ‘ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ন সেবা: পরিপ্রেক্ষিত দক্ষিণ সিটি কর্পোরেশন’, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেলিমের ‘সোসাইটি অ্যান্ড স্টেট ইন সাউথ এশিয়া’।

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের ‘আন্ডারস্ট্যান্ডিং এন্ড এনহ্যান্সিং প্রটেকটিভ ইফেক্টস অফ বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল অন ডেলিকুয়েন্সি’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ খাইরুল ইসলামের ‘আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন: সমীক্ষা’।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি মুদ্রণ কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের এক বিজ্ঞপ্তিতে বলেন, বুধবার বিকাল ৫টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে (তথ্য কেন্দ্রের সন্নিকটে) বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল (৯৯২)-এ বিশ্ববিদ্যালয় প্রকাশিত নতুন চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মেসেঞ্জার/ইমরান/তুষার