ছবি : মেসেঞ্জার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির শাখা সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম শিবিরের কোনো সভাপতি প্রকাশ্যে আসলেন। জানা গেছে, আমিনুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ববি শিবির বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী "প্রকাশনা উৎসব" আয়োজন করেছে। এ উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন শিবির সভাপতি আমিনুল ইসলাম।
তিনি লেখেন— ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।’
তিনি আরও উল্লেখ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষা-বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে ছাত্রশিবির। সংগঠনটি সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী এবং ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট’ ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবিরের নিয়মিত কমিটি থাকলেও, বিগত সরকারের দমন-পীড়নের কারণে তারা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি বলে জানা গেছে।
মেসেঞ্জার/তুষার