ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আপনাদের মধ্যে থেকে আরও মোশাররফ দেখতে চাই : চবি উপাচার্য

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপনাদের মধ্যে থেকে আরও মোশাররফ দেখতে চাই : চবি উপাচার্য

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দ্রুততম দৌড়বিদ মোশাররফকে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ  ইয়াহ্ইয়া আখতার বলেছেন, সম্মানিত পরিচালক বললেন মোশাররফ ৭ বার বাংলাদেশের দ্রুত মানব হয়েছে। আমি অনুরোধ করি, আপনাদের মধ্যে থেকে আরও মোশাররফ দেখতে চাই।

বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ক্রীড়াবিদরা দেশের এম্বাসেডর। তারা যখন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেন, তখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আমরা আরও শিক্ষার্থী-ক্রীড়াবিদ দেখতে চাই, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হলের শিক্ষার্থীদের খেলায় আসতে উৎসাহ দিয়ে উপাচার্য বলেন, আপনারা আপনাদের হলের রুমমেইটদের, সহপাঠীদের ক্রীড়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করুন, তাদের মাঠে নিয়ে আসুন। মোবাইলে বেশি সময় কাটাবেন না। মোবাইলে যে পরিমাণ সময় কাটান, ক্রীড়াক্ষেত্রে তার চেয়ে বেশি সময় কাটান। এতে আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। এবং আপনারা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে একজন সফল গ্রাজুয়েট হতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ আবাসিক হলের প্রভোস্ট, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা।

এর আগে ১৫ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ হল ও ১ টি হোস্টেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। তাদের মধ্যে সেরা খেলোয়াড়দের নিয়ে আজ শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।

এবারের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য যে ইমেন্টগুলো থাকছে, ফিল্ড ইভেন্ট, ১০০ মিঃ প্রিন্ট, উচ্চ লক্ষ, ২০০ মিঃ স্প্রিন্ট, দীর্ঘ লক্ষ, ৪০০ মিঃ স্প্রিন্ট, লাফ-ধাপ-ঝাপ, ৮০০ মিঃ পিপ্রন্ট, চাকতি নিক্ষেশ, ১৫০০ মিঃ দৌড়, বর্শা নিক্ষেপ, ৫০০০ মিঃ দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, ১০০০০ মিঃ দৌঁড়, হাতুড়ী নিক্ষেপ, ১১০ মিঃ হার্ডেলস, ৪০০ মিঃ হার্ডেলস, ৪×১০০ মিঃ রিলে, ৪x৪০০ মিঃ রিলে।

মেসেঞ্জার/সাকিব/তুষার