ঢাকা,  রোববার
০৯ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

খুলে ফেলা হলো জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

খুলে ফেলা হলো জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক

ছবি : মেসেঞ্জার

জগন্নাথে বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর নামফলক খুলে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ নামফলক খুলে ফেলা হয়।

তবে বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রী হলের নতুন নাম কি হবে তা এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলের জন্য নতুন নামের প্রস্তাব করছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্তাবিত নামের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল’, ‘ফেলানী ছাত্রী হল’, ‘মাহমুদা স্মৃতি হল’, ‘রিয়া গোপ ছাত্রী হল’ ইত্যাদি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া লিখেছেন, ছাত্রী হলের নাম এমন হওয়া উচিত যা বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিরোধ ও মুক্তির অনুপ্রেরণা জোগায়। এই নামকরণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক পরিবর্তন নয়, বরং এটি হতে পারে প্রতীকী প্রতিশ্রুতি—একটি সমতার, সাহসের ও আত্মমর্যাদার বার্তা, যা শিক্ষার্থীদের মনে স্বাধীনতার মূল্যবোধ গেঁথে দেবে এবং তাদের এগিয়ে চলার পথকে আলোকিত করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দাবির আলোকে ছাত্রীহলের নাম পরিবর্তন করা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে আমরা আরো আগে কমিটি করেছি। কমিটি কাজ করছে। আগামী সপ্তাহে তারা সব চূড়ান্ত করতে পারবে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ তার পরিবারের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নামও।

মেসেঞ্জার/ইমরান/তুষার