ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সাতদিনের মধ্যে বেরোবি’র নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করলে ক্যাম্পাস কমপ্লিট শাট ডাউনের ঘোষণা

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সাতদিনের মধ্যে বেরোবি’র নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করলে ক্যাম্পাস কমপ্লিট শাট ডাউনের ঘোষণা

ছবি : মেসেঞ্জার

সাত দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বাহাল না করলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন এর ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে করে এই ঘোষণা দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান, রহম আলী,আরমান হোসেন, সাকিব মিয়া, আহসান হাবিব রকি, মেহেদী হাসান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রেখেছে। এই নামে রংপুরে আরও একটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে।’

সুমন বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের শাসনামলেও এই বিশ্ববিদ্যারয়ের নাম পুনর্বহাল এর দাবি উঠলে তখন নানান ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দমিয়ে রাখা হয়। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা যখন রংপুরে একটি ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নেয় তখন পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাগণ বাঁধা প্রদান করে। পরে আন্দোলনের ছাত্রদের কঠোর আন্দলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও সরকার।’

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সুমন আরও বলেন, ‘আমরা নাম পুনর্বহাল আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর, ভাইস চ্যান্সেলর, শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আসছি। আমাদের এই দাবির সাথে একাত্ম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকতা, কর্মচারী। এরই অংশ হিসেবে বিগত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় নাম ঘোষণা করে।

সুমন বলেন, ‘কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এ ব্যাপারে কাযর্কর কোন উদ্যোগ নেয়নি। এতে আমরা ক্ষুব্ধ। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠাকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহাল করা না হলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাবো আমরা।’

এ ব্যাপারে ভিসি ড. এম শওকাত আলী জানান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকতা, কর্মচারী এবং রংপুরবাসীর দাবি প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করা হোক। বিষয়টি আমি শিক্ষা উপদেষ্টা ও সরকারের সব মহলে জানিয়েছি। আশা করি, সরকার সঠিক সিদ্ধান্তটি নিবেন।

মেসেঞ্জার/তুষার