ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১০ ফেব্রুযারি) রাত ৮টায় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে ফলাফল হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটে আনুপাতিক হারে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষায় অংশ নেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল দেখতে রুয়েটের https://admission.ruet.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার

আরো পড়ুন