
ছবি : মেসেঞ্জার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম দুই দিনব্যাপী ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভালের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্নিভাল শেষ হবে শুক্রবার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। পরে রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য।
ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইলমী ফরিদাতুলের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন- ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ, অ্যাসোসিয়েশন অব রুয়েট প্ল্যানার্স অ্যালামনাইয়ের সভাপতি শুভকান্তি পোদ্দার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) বোর্ডের সদস্য মো. ফাহিম আবেদিন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন।
কার্নিভাল উপলক্ষে ওয়ার্কশপসহ পোস্টার প্রেজেন্টেশন, ফটোগ্রাফি কম্পিটিশন, প্রজেক্ট ডিজাইন, ডকুমেন্টরি প্রদর্শণী ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার