ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জবিতে প্রথমবারের মতো কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠান

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জবিতে প্রথমবারের মতো কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠান

ছবি : মেসেঞ্জার

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হলো কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিবিকিউ পার্টি-তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফায়সাল সিদ্দিকী, আইনজীবী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, যার মূল্যবান বক্তব্য নতুনদের অনুপ্রাণিত করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, সমুদ্র নগরী কক্সবাজার ঐতিহাসিক এবং পর্যটন দিক অনেক এগিয়ে গেছে। প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গপোসাগর কক্সবাজারেই অবস্থিত হওয়ায় এই অঞ্চলের মান মর্যাদা,গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অঞ্চলের এসব সম্মৃদ্ধির সুফল পেতে হলে আমাদের সবাইকে যোগ্য, শিক্ষিত, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসকে সুস্থ, সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথি অ্যডভোকেট ফয়সাল বলেন, কক্সবাজারের মানুষ কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে কক্সবাজার। এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে প্রত্যেককে বিভিন্ন সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নারীদেরকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। শিক্ষা, গবেষণা, দেশপ্রেমে নিজেকে নিয়োজিত করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এস.এম. তানভীর ফাহিম, সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ,শামসুল আরেফিন, সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল,মুনতাছির ইসলাম মকুল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ,মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা,মোহাম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মিনহাজুল ইসলাম, ও মারুফ, এস,এম সাকিব, সাজেদুল করিম,আহবায়ক সদস্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এস এম সাকিব,আহবায়ক সদস্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যারা নিজেদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের জন্য পথচলার অনুপ্রেরণা জুগিয়েছেন।

সাধারণ সম্পাদক ইবনে সাবিত তারেক এর  সঞ্চালনায় জমজমাট এই সন্ধ্যায় ছিল মনোমুগ্ধকর গান ও সংগীত পরিবেশনা, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নবীনদের স্বাগত জানানো,কক্সবাজারের কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রধান, একে অপরের সঙ্গে পরিচিতি বৃদ্ধি করা এবং বন্ধনকে আরও দৃঢ় করা।

মেসেঞ্জার/ইমরান/তুষার