ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

বৃহত্তর রংপুর অঞ্চলের প্রাণ তিস্তা নদীর পানির ন্যায্যতা ও ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

তারা তিস্তার স্থায়ী সমাধান চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের অনুরোধ জানান। এসময় তাদের হাতে থাকা পোস্টারে লিখা ছিলো, 'তিস্তা নদী বাঁচাতে, আমরা সবাই একসাথে', 'তিস্তা আমাদের অধিকার, ছিনিয়ে আনবো বারবার', ‘তিস্তা মরে গেলে, উত্তরবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার’, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর, উত্তরবঙ্গ রক্ষা কর’। এছাড়া তারা স্লোগান দিতে থাকে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’; ‘তিস্তা নিয়ে তালবাহানা, চলবে না-চলবে না’।

লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল কাহহার সিদ্দিকি অঙ্কুর বলেন, একবার বন্যায় আমাদের ফসল ভেসে যায়, আরেকবার ক্ষরায় আমাদের ফসলের ক্ষতি হয়। আমাদের ন্যুনতম যে পানির দরকার সেটা আমরা পাই না। যখন পানির দরকার হয় না, বৃষ্টিপাত হয় তখন পানির প্রবাহ বাড়িয়ে দেওয়া হয়। তখন পুরো উত্তরবঙ্গ ভেসে যায়। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই।

সহ-সম্পাদক শরীফুল ইসলাম বলেন,  তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আমাদের এই মানববন্ধন। সারাবছর আমরা আমাদের পানির অধিকার থেকে বঞ্চিত থাকি। এই দুর্ভোগের শেষ চাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধনে থাকা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় বলেন, আমাদের তিস্তাকেন্দ্রিক সমস্যা অনেক। সারাবছর বন্যা হচ্ছে, ভাঙনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যার সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছি আমরা উত্তরবঙ্গের মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে তিস্তার সমস্যা সমাধানের অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। অন্তত আন্তর্জাতিক নদী আইনের নিয়ম অনুযায়ী আমাদের যা প্রাপ্য তাই দেওয়া হোক।

তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের জীবনীশক্তি। ন্যায্য পানির অধিকার নিশ্চিত করলেই দুর্ভোগের অবসান হবে মনে করছে শিক্ষক-শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/সাকিব/তুষার