ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবিতে গণ জমায়েত

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবিতে গণ জমায়েত

ছবি : মেসেঞ্জার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবিতে গণ জমায়েত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান ফটকের সামনে এই গণ জমায়েতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ জনতা। গণ জমায়েতে অংশ নিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাহিন তাশদিদ, আরমান হোসেন, রহমত আলি, শামসুর রহমান সুমন, আলভীর প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, রংপুরের ইতিহাস ও ঐতিহ্য লালিত দীর্ঘ সংগ্রামের ফসল রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহাল করে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতারণার সমুচিত জবাব দিতে হবে। আমরা নাম পরিবর্তন চাই না, পুনবর্হাল চাই। ২০০৮ সালে রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ের তত্বাবধায়ক সরকার। কিন্তু ক্ষমতায় এসেই সেই নাম পরিবর্তন করে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করে সর্বক্ষেত্রে অনিয়ম দূর্নীতির মহোৎসব পরিচালনা করে। আমরা ফ্যাসিস্টের সেই প্রতারণার হাত থেকে মুক্তি চাই। নাম পুনবর্হাল না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
 

মেসেঞ্জার/তুষার