ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কুবির বিজয়-২৪ হলের ক্রীড়া সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কুবির বিজয়-২৪ হলের ক্রীড়া সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি : মেসেঞ্জার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ক্রীড়া সপ্তাহ। পুরুষ্কার বিতরনীর পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৮টার দিকে হলের আবাসিক শিক্ষার্থী জাওয়াদ উর রাকিন খানের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে হলের তৃতীয় তলার ছাদে এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক মুতাসিম বিল্লাহ, বিজয়-২৪ হলের হাউজ টিউটর মোহাম্মদ হাসান শাহরিয়ার, মোহাম্মদ ওমর ফারুক এবং মো. গোলাম মাহমুদ পাভেল। এছাড়াও হলের কর্মকর্তা-কর্মচারীরাসহ হলের শিক্ষার্থীরা।

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন—দীর্ঘলাফে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে সাজিদ, হাসান এবং অর্জুন। উচ্চ লাফে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে তানিম, সাজিদ এবং নাঈম।

দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে তানিম, নাঈম এবং অর্জুন। ক্যারম খেলায় (একক) চ্যাম্পিয়ন হয়েছে সৌরভ সিদ্দিকী এবং রানারআপ হয়েছেন সজিব সরকার। ক্যারম খেলায় (দৈত) চ্যাম্পিয়ন হয়েছে সোমন-গিফারী এবং রানারআপ হয়েছে রিমন-পিয়াস। দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রিমন এবং রানারআপ হয়েছে দিপ্ত। ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ ওয়াসিম আকরাম একাদশ এবং রানারআপ হয়েছে শহীদ আবু সাঈদ একাদশ।

এছাড়াও কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে জাকারিয়া হাবিব পাইলট, দ্বিতীয় সুভাষ চন্দ্র দাস এবং তৃতীয় রেজাউল করিমসহ আরো ১৩ জন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান বলেন, “হল লাইফ ছাত্রজীবনের একটি সোনালী সময়। হলের মাধ্যমে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়ে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলাও নেটওয়ার্কিং বাড়ানোর অন্যতম একটি মাধ্যম, যেখানে বিভিন্ন খেলোয়াড় একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। বিজয়-২৪ হল প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা চেষ্টা করব সামনে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে, যাতে বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।”

অনুষ্ঠানে হলের ছাত্রদের পক্ষ থেকে কিছু দাবি উপস্থাপন করা হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে হলে অভিভাবকের জন্য গেস্ট রুমের ব্যবস্থা করা, নতুন টিভির ব্যবস্থা এবং ক্লাবরুম প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বক্তব্যের শুরুতেই হলের করিডোরে আলো স্বল্পতার বিষয়টি উল্লেখ করেন এবং শিগগিরই সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান। পাশাপাশি, হলের অভ্যন্তরে থাকা ময়লার ট্যাংক বাহিরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ঘোষণা করেন।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা আসি উচ্চ শিক্ষা অর্জনের জন্য। তবে শুধু শিক্ষাগত সাফল্য নয়, আমাদের মন-মানসিকতারও উন্নতি করতে হবে। বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন, এখানে আসা শিক্ষার্থীরা অন্যদের থেকে আলাদা। আমাদের আসল লক্ষ্য পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষ হওয়া। হলগুলো যেন জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে, সেটিই আমাদের কাম্য। আমি বিশ্বাস করি, আপনারা দেশের জন্য, পৃথিবীর জন্য ভালো মানুষ হয়ে উঠবেন।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং তাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠেছে। আশা করি, আমাদের এই উদ্যোগ অনেকটা সফল হয়েছে। আমি মাননীয় উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনে আমাদের উৎসাহিত করার জন্য। আশা করি, আমাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মেসেঞ্জার/অনন/তুষার