ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নুমং মারমা, সাধারণ সম্পাদক আল আরবী

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নুমং মারমা, সাধারণ সম্পাদক আল আরবী

ছবি : মেসেঞ্জার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত কমিটির সভাপতি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী নুমং মারমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আল আরবী শিকদার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক কেন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দেশীয় সংস্কৃতির বিকাশে সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

মেসেঞ্জার/ইমরান/তুষার