ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত; ঈদের পর ভর্তি শুরু

চুয়েট সংবাদদাতা

প্রকাশিত: ২০:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত; ঈদের পর ভর্তি শুরু

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

জানা যায়, ১১টি সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষাটি “ক” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং “খ” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ‘ক’ গ্রুপে মোট ১৮ হাজার ৪৮১ জন এবং ‘খ’ গ্রুপে মোট ১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। যার মধ্যে চুয়েট কেন্দ্রে অংশ নেন বাছাইকৃত শিক্ষার্থীদের ৮৭ শতাংশ। সবমিলিয়ে মোট উপস্থিত ভর্তিচ্ছু পরীক্ষার্থীর হার ছিল ৮২.৩ শতাংশ।

উল্লেখ্য, চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে 'ক' গ্রুপের মেধাতালিকার প্রথম ১৫০০ জনকে ও 'খ' গ্রুপের মেধা তালিকার প্রথম ১০০ জনকে আগামী ০৯ এপ্রিল,২০২৫ (বুধবার) ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্যে ডাকা হয়েছে। ১ম ধাপে ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিত জন্য ডাকা হবে বলে জানা যায়।

মেসেঞ্জার/আফনান/তুষার

আরো পড়ুন